মুদ্রা ধাতু কী?
পর্যায় সারণির গ্রুপ ১১ এর এর মৌল গোল্ড(Au) কপার(Cu) এবং সিলভারকে(Ag) মুদ্রাধাতু বলে।
এ মৌলগুলো প্রাচীনকালে মুদ্রা তৈরি তে ব্যবহার হতো। গোল্ড(Au) এর পারমাণবিক সংখ্যা 79, কপারের(Cu) এর পারমাণবিক সংখ্যা 29 এবং সিলভারের (Ag) পারমাণবিক সংখ্যা 47।
মনের রাখার ছন্দঃ অকাজ
অ = Au (গোল্ড)
কা= Cu(কপার)
জ= Ag(সিলভার )

0 Comments