নেসলার দ্রবণ কি 

ক্ষার যুক্ত পটাশিয়াম টেট্রাআয়াডো মারকিউরেট দ্রবণ কে নেসলার দ্রবণ বলে। নেসলার  দ্রবণের সংকেত হলো K2[HgI4] + KOH  । 

অ্যামোনিয়া (NH3) শনাক্তকরণে নেসলার দ্রবণ (K2[HgI4] + KOH ) দ্রবণ ব্যবহৃত হয়।