HSC রসায়ন শর্টকাট
পর্ব ১ঃ
★কম্পোজিট কণিকা মনে রাখার উপায়
ছন্দ ঃ ডিউটি আফা
👉ডিউটি=ডিউটেরণ কণা
👉আফা=আলফা কণিকা
★টপিক ঃআলফা, বিটা, গামা
♦️প্রশ্ন ঃ নিচের রশ্মিগুলো কে আয়নিকরণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও।
👉chemistry phobia special trickঃ
আ তে আয়নীকরণ
আবার আ তে আলফা এই ট্রিক টা মনে রেখে বলে দাও আলফা রশ্মির আয়ণীকরণ ক্ষমতা বেশি হবে সবার চেয়ে। তাহলে বড় চিহ্ন টা আলফার দিকেই ফিরিয়ে দাও
👉আলফা > বিটা > গামা
আরো পড়ুনঃঊর্ধ্বপাতন কাকে বলে ও ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ মনে রাখার উপায়
♦️প্রশ্নঃ নিচের রশ্মিগুলো কে ছেদন /ভেদন ক্ষমতার ক্রম অনুসারে সাজাও
👉ছেদন ক্ষমতার ক্রম বের করতে আয়নীকরণ ক্ষমতার ক্রম টা উল্টিয়ে দাও। এইতো তাহলেই হয়ে গেল ছেদন ক্ষমতার ক্রম।
👉আলফা < বিটা < গামা
মুল ঃ আলফা রশ্মির আয়নীকরণ ক্ষমতা সবচেয়ে বেশি। আর অন্যদিকে গামা রশ্মির ছেদন ক্ষমতা সবচেয়ে বেশি।


0 Comments