আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনরা। আজকের ব্লগে আমি আলোচনা করব এইচএসসি বিজ্ঞান বিভাগ এর বই এর তালিকা নিয়ে। কোন বইগুলো পড়লে তোমরা এইচএসসি ও ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকবে অন্যদের থেকে সেই বইগুলো নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। 





রসায়ন

এইচএসসি তে রসায়ন দুই পত্রে বিভক্ত। রসায়ন ১ম পত্র ও দ্বিতীয় পত্র। রসায়ন এর জন্য আমি সাজেস্ট করব সরোজ কান্তি সিংহ হাজারী ও হারাধন নাগ স্যার এর বই। বিশ্বাস কর এই এক লেখকের বই ই তোমার জন্য যথেষ্ট এইচএসসি ও ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য৷ মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাব্লিক বিশ্ববিদ্যালয়ের রসায়ন বই এর সিংহভাগ প্রশ্ন আসেই এই বই থেকে। 


পদার্থঃ

পদার্থের জন্য সাজেস্ট করব আমির হোসেন ও ইসহাক স্যারের বই। মেডিকেলে পদার্থ থেকে থিওরি প্রশ্ন বেশি আসে। আর ম্যাথ ছোট ছোট ম্যাথ আসে৷ যেগুলো হুবুহু আমির হোসেন স্যার এর বই থেকে তুলে দেওয়া হয়।


জীববিজ্ঞানঃ

জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদবিজ্ঞান এর জন্য আবুল হাসান স্যার এর বই আর দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণিবিজ্ঞান এর জন্য গাজী আজমল স্যারের বই বেস্ট। মেডিকেলে এই দুই বই থেকেই প্রায় প্রশ্ন হয়। 


উচ্চতর গণিত

উচ্চতর গণিত ১ম ও ২য় পত্রের জন্য অসীম কুমার সাহা স্যার এর বই কিনতে পার। 


  1. আইসিটিঃ

    আইসিটির জন্য প্রকৌশলী মুজিবুর রহমান এর বই বেস্ট। কলেজ থেকে যেটা বলুক না কেন তোমরা মুজিবুর রহমান স্যার এর বইটাই কিনবে। এটা আইসিটির জন্য বাংলাদেশের সেরা বই। 


ধন্যবাদ তোমাকে ব্লগটা মনোযোগ সহকারে পড়ার জন্য। বিজ্ঞান বিভাগ এর বিভিন্ন টপিক ক্লিয়ার,শর্টকাট ট্রিক ও এডমিশন হ্যাক পাওয়ার জন্য আমার ব্লগ টা ফলো করতে পার।