অনুবন্ধী এসিড ঃ




ক্ষার থেকে আমরা পাবো অনুবন্ধী এসিড। প্রশ্ন হলো কিভাবে পাব?

একটা ক্ষার নাও তারপর তারসাথে একটা হাইড্রোজেন আয়ন (H+) যোগ করে দাও। এইতো তারপর যেটা পাবে সেটাই হলো অনুবন্ধী এসিড। 

উদাহরণ ঃ ধর প্রশ্নে আসল NH3 (অ্যামোনিয়া) এর অনুবন্ধী এসিড কোনটি?

অনুবন্ধী এসিড ঃ ক্ষার + (H+) ion 

এখানে ক্ষার হলো NH₃ এর সাথে একটা হাইড্রোজেন আয়ন (H+) যোগ করে দাও। যোগ করার পর হয়ে গেল   NH₄⁺. এটাই হলো NH₃ এর অনুবন্ধী এসিড 

উত্তর ঃ NH₄⁺

এবার আরো একটা উদাহরণ দেখঃ

OH− এর অনুবন্ধী এসিড কোনটি? 

OH− এর সাথে H+ যোগ করে দাও। হয়ে গেল  H2এটাই অনুবন্ধী এসিড OH এর।

উত্তর ঃH2O

আরো কিছু অনুবন্ধী এসিড দেখে নাও