What is Conjugated Base?
এইচএসসি, মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের সকল ভর্তি পরীক্ষায় অনুবন্ধী ক্ষার এই প্রশ্ন টা বারবার আসে।আজকের ব্লগে আমরা শিখব কিভাবে খুব সহজে টেকনিক এর মাধ্যমে এই প্রশ্নটা সমাধান করা যায়।
অনুবন্ধী ক্ষার (Conjugated Base) ঃ
এসিড থেকে আমরা পাই অনুবন্ধী ক্ষার।
প্রশ্ন হলো কিভাবে পাব?
এসিড থেকে ১ টা হাইড্রোজেন আয়ন (H+) নিয়ে নাও তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হলো অনুবন্ধী ক্ষার। সোজা কথায় অনুবন্ধী ক্ষার বের করতে বললে যে এসিড টা দেওয়া থাকবে সেটা থেকে একটা হাইড্রোজেন আয়ন (H+) বাদ দিবে।
প্রশ্ন ঃ HCl এর অনুবন্ধী ক্ষার কোনটি?
(ক) Cl2
(খ) HCl
(গ) Cl-
(ঘ) কোনোটিই নয়।
উত্তর ঃ Cl-
ব্যাখ্যা ঃ HCl হলো এসিড। এর অনুবন্ধী ক্ষার পেতে এই এসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন (H+) বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পর থাকে Cl-. এটাই হলো অনুবন্ধী ক্ষার।
প্রশ্ন ২ঃ H₂SO₄ এর অনুবন্ধী ক্ষার কোনটি?
(ক) H20
(খ) HSO4-
(গ) HNO3
(ঘ) HNO2
উত্তরঃ (খ)HSO4-
ব্যাখ্যাঃ H₂SO₄ থেকে একটি হাইড্রোজেন আয়ন (H+) বের করে দাও। বের করে দেওয়ার পরে থাকে HSO4-. এটাই অনুবন্ধী ক্ষার


0 Comments