লিটমাস পেপার দুই প্রকার এর হয়ে থাকে 

লাল লিটমাস

নীল লিটমাস 

প্রশ্ন হলো এসিড নীল লিটমাসকে লাল করে নাকি লাল লিটমাসকে নীল করে?

উত্তর ঃ একটা টেকনিক মনে রাখ অনীলা যেখানে অ দিয়ে হলো অম্ল নী দিয়ে হলো নীল লিটমাস কে লা দিয়ে হলো লাল করে। 

অর্থাৎ এসিড বা অম্ল নীল লিটমাস কে লাল লিটমাসে পরিবর্তন করে। 

এবার ক্ষার এর লিটমাস পরিবর্তন কোনটা হবে ভেবে বলতো!

এসিড এর উল্টো টা। অর্থাৎ ক্ষার লাল লিটমাসকে নীল লিটমাসে পরিবর্তন করবে। 

এই সহজ প্রশ্ন টা এসএসসি, এইচএসসি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বারবার আসা প্রশ্ন।