পানির (H20) মধ্যে কোন বন্ধন বিদ্যমান?
উত্তরঃ পানির মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। পানি হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সমন্বয় গঠিত। অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে এর সর্ববহিস্থ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন বিদ্যমান।
O(8)→ 1s2 2s2 2p4
অর্থাৎ অষ্টক পূরণের জন্য এর আরো দুইটি ইলেকট্রন প্রয়োজন।
অন্যদিকে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর মধ্যে একটি ইলেকট্রন বিদ্যমান
H(1)→ 1s1
হাইড্রোজেন পরমাণু আরেকটি ইলেকট্রন গ্রহণ করে তার নিকটস্থ নিষ্ক্রীয় গ্যাস হিলিয়ামের মত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে।
তাই দুইটা হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে পানির অণু গঠন করে।
যেহেতু এই বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় তাই এ বন্ধনকে সমযোজী বন্ধন বলে তাই বলা যায় পানির (H20) অণুর বন্ধন হলো সমযোজী বন্ধন

0 Comments