মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২।। Medical Admission Test 2022
আজকের পোস্টে আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে
♦️মেডিকেল ভর্তি পরীক্ষা কত মার্কের হয়?
মেডিকেল ভর্তি পরীক্ষা হয় ১০০ মার্কের উপর । ১০০ টা MCQ আসে। প্রতিটা তে ১ নম্বর করে। ১০০ টা দাগানোর জন্য তুমি সময় পাবে ১ ঘন্টা।
♦️ভুল দাগানোর জন্য কি মার্ক কাটা যায়?
হ্যাঁ। প্রতিটি ভুল উত্তর এর জন্য ০.২৫ করে মার্ক কাটা যায়। অর্থাৎ তুমি যদি চারটা প্রশ্ন ভুল দাগাও তাহলে (০.২৫*৪=১ মার্ক) কাটা যাবে। কি মাথায় ঢুকতেছেনা? আচ্ছা একটা উদাহরণ দিই। ধর তুমি ১০০ টা প্রশ্নের মধ্যে ৯০ টা দাগিয়েছ। এর মধ্যে ১২ টা ভুল হয়ছে। ৪ টা ভুলের জন্য ১ মার্ক কাটা গেলে ১২ টা ভুলের জন্য কাটা যাবে ৩ মার্ক। তোমার প্রাপ্ত মার্ক হবে(৯০-৩=৮৭ মার্ক)।
♦️পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয় এবং কত মার্কের প্রশ্ন হয়?
মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে।
♦️পদার্থঃ পদার্থ ১ম ও ২য় পত্র থেকে বই থেকে ২০ মার্কের প্রশ্ন আসে। থিউরিটিক্যাল প্রশ্নই বেশি আসে। ম্যাথমেটিকাল প্রশ্ন কম আসে, তাও বই এর ছোট ছোট সূত্রগুলো থেকেই আসে। পদার্থ প্রস্তুতির জন্য ইসহাক স্যার এর বই যথেষ্ট । এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে।
♦️রসায়নঃ রসায়ন ১ম ও ২য় পত্র থেকে প্রশ্ন হয় ২৫ মার্কের।রসায়ন থেকেও থিওরি রিলেটেড প্রশ্ন বেশি হয়।।ম্যাথ আসলে ছোট ছোট ম্যাথগুলোই তুলে দে। রসায়ন প্রস্তুতির জন্য হাজারী স্যার এর বই যথেষ্ট।
♦️জীববিজ্ঞানঃ জীববিজ্ঞান থেকে প্রশ্ন হয় সর্বোচ্চ ৩০ মার্কের। প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান এই দুই বই থেকে এই ৩০ টা প্রশ্ন হয়। তবে প্রাণিবিজ্ঞান থেকে প্রশ্ন বেশি হয়। প্রাণিবিজ্ঞান এর জন্য গাজী আজমল স্যার এবং উদ্ভিদে বিজ্ঞান এর প্রস্তুতির জন্য আবুল হাসান স্যার এর বই যথেষ্ট।
♦️ইংরেজিঃ ইংরেজিতে প্রশ্ন আসে ১৫ মার্কের। এই ১৫ মার্ক পার্থক্য তৈরি করে দে মেডিকেল এ চান্স পাওয়া না পাওয়ার। কারণ পদার্থ, রসায়ন জীববিজ্ঞানে সবাই ভাল করে। তাই আমার পরামর্শ হলো এখন থেকেই গ্রামার অংশ গুলো ভাল করে পড়ে যাও। পাশাপাশি synonym, antonym,
Proverb,translation এগুলো আস্তে আস্তে পড়া শুরু কর। Apex বই অনুসরণ করবে ইংরেজির জন্য।
♦️সাধারণ জ্ঞানঃ সাধারণ জ্ঞান প্রশ্ন হয় ১০ মার্কের। প্রশ্ন আসে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত। আন্তর্জাতিক অংশ থেকে কোনো প্রশ্ন আসেনা। জয়কলির মেডি জ্ঞানকোষ যথেষ্ট সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য।
যারা স্বপ্ন দেখতেছ মেডিকেলে পড়ার, তারা মেডিকেল টার্গেট নিয়ে প্রস্তুতি শুরু কর এইচএসসি প্রথম বর্ষ থেকেই। তোমার পরিশ্রমের ফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ।


0 Comments