মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২১।। রসায়ন প্রশ্ন।। মেডি রসায়ন।। মেডিকেল রসায়ন প্রশ্ন সমাধান ২০২১
প্রশ্ন ১ঃ পরমাণু (atom) থেকে ধনাত্নক আয়নে পরিণত হতে যে শক্তি প্রয়োজন তাকে কি বলে?
(ক)ইলেকট্রন আসক্তি
(খ)আয়নিক পটেনশিয়াল
(গ)আয়নিকরণ শক্তি
(ঘ) তড়িৎ ঋণাত্নকতা
উত্তর ঃ আয়নিকরণ শক্তি
Medical Question Analysis
প্রশ্নটি এসেছে ঃ রসায়ন প্রথম পত্র থেকে
Chapter Nameঃ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
Topic Nameঃ আয়নিকরণ শক্তি
এই Topic থেকে বিগত যে যে বছর প্রশ্ন আসছেঃ
Explanation ঃ
আয়নিকরণ শক্তি ঃ গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নিকরণ শক্তি বলে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য আয়নীকরণ শক্তি নিয়েঃ
আয়নিকরণ শক্তিকে আয়নীকরণ বিভব ও বলা হয়
একে Ei দ্বারা প্রকাশ করা হয় যা সব সময় ধনাত্মক
একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে তাই, আয়নীকরণ শক্তি বাড়ে
একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বাড়ে তাই আয়নীকরণ শক্তি কমে
আয়নীকরণ শক্তি কম ঃ গ্রুপ ১ এর মৌলসমুহের
আয়নীকরণ শক্তি বেশিঃ গ্রুপ ১৮ এর মৌলসমুহের
বোরনের(B) এর আয়নীকরণ শক্তি বেরিলিয়াম (Be) অপেক্ষা কম
অক্সিজেনের(O) আয়নীকরণ শক্তি নাইট্রোজেন(N) অপেক্ষা কম
বেরিলিয়াম(Be) এর প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি


0 Comments